কত যে আপন
আপরুপ সাজে তোমায় সাজিয়েছে বিধাতা ,
পরলে নজর তোমার দিকে ভুলে যাই সকল ব্যাথা।
হরীনির মত তোমার ডাগর দুটি চোখ,
অপরুপ লাগে তোমায় হাসলে ঐ মুখ।।
মেঘ কালো কেশ তোমার চাঁদের মত হাসি,
দেখতে তোমার মুখটা যেন পুর্ণিমার শসি।
গোলাপের মত তোমার ঐ দুটি ঠোট,
পরলে নজর তোমার দিকে পরেনা পলক।।
মনে হয় সব সময় থাকি আমি চেয়ে,
অপরুপ সুন্দর তোমার রুপের দিকে,
যতই দেখি তবু কেন ভরেনা এ মন।
মনে হয় তুমি আমার কত যে আপন।।
No comments:
Post a Comment