অংকের সাহায্যে আপনি সহজেই যে কোন অপরিচিত পরিবারের ভাই-বোনের সংখ্যা নির্ণয় করতে পারবেন। নিয়ম হলো, প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হলো:
১ । যেই পরিবারের ভাই-বোনের সংখ্যা নির্ণয় করবেন সেই পরিবারের বাবা- মা এর সাথে ঐ পরিবারের বোন সংখ্যা যোগ করতে হবে।
২। যোগফলকে ২ দ্বারা গুণ করতে হবে ।
৩। গুণফলের সাথে ১ যোগ করতে হবে ।
৪। যোগফলকে ৫ দ্বারা গুণ করতে হবে ।
৫। গুণফলের সাথে ভাই সংখ্যা যোগ করতে হবে ।
৬। এবার মোট ফলাফল থেকে ২৫ বিয়োগ করতে হবে ।
বিয়োগফলের বাম পাশের সংখ্যা হবে বোন, আর ডান পাশের সংখ্যা হবে ভাই ।
উদাহরণ স্বরুপ :
বাবা-মা ২+বোন ৪=৬
৬×২=১২
১২+১=১৩
১৩×৫=৬৫
৬৫+ভাই৫=৭০
এবার প্রাপ্ত ফলাফল থেকে ২৫ বিয়োগ করি । অথ্যাৎ ৭০-২৫=৪৫
৪৫ এর বাম পশে ৪ অর্থাৎ বোন সংখ্যা ৪ , এবং ডান পাশে ৫ অর্থাৎ ভাই সংখা ৫
ফলাফল পাওয়া গেলো ৫ ভাই ৪ বোন।
No comments:
Post a Comment