বাংলায় একটি প্রবাদ আছে যে, “ চিনলে জড়ি না চিনলে জংলার খড়ি ”

দিন দিন বেড়েই চলছে ডায়াবেটিস রোগীর সংখ্যা । পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য ডায়াবেটিস একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে । ডায়াবেটিস নিয়ন্ত্রনে বা চিকিৎসার জন্য আমরা নির্ভর করছি রাসায়নিক বা সিন্থেটিক ঔষধের ওপর । কিন্তু প্রচলিত সিন্থেটিক ঔষধের মাধ্যমে কোন মানুষের ডায়াবেটিস সেরে গেছে এমন কোন ঘটনা এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি ।
গাছ, লতা - পাতার মাধ্যমে যে বিকল্প চিকিৎসার ধারা তা ডায়াবেটিস চিকিৎসার একটা উজ্জল সম্ভাবনা বা আশার আলো দেখায় । অবহেলিত গাছ, লতাপাতায় এমন কিছু বায়োকেমিকেল খুজে পাওয়া যায়, যা ডায়াবেটিস চিকিৎসায় চমৎকার কাজ করে।
ডায়াবেটিস মেলাইটিস হল একটি হরমোনের বিপর্যয়। একজন ডায়াবেটিস রোগী তার শরীরে প্রয়োজনীয় পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না । তাই রক্তে সব সময় প্রচুর পরিমাণ গ্লুকোজ জমা থেকেই যায়। যারা অতি মোট , স্থুলকায় এবং আয়েসি জীবনযাপন করেন তারা খুব সহজেই ডায়াবেটিসের শিকার হন।
ডায়াবেটিস নিয়ন্ত্রনে কার্যকর গাছ :
1. তুঁত : তুঁত গাছের ফল, পাতা ও শিকড়ে আছে একটি পলি স্যাকারাইড, যা রক্তে শর্কর কমিয়ে স্বাভাবিক মাত্রায় আনতে কার্যকর ভুমিকা পালন করে। বিজ্ঞানী হিকিনো ও তার সহযোগী গবেষকবৃন্দ ১৯৮৫ কিছু সংখ্যক ডায়াবেটিস ইঁদুরের ওপর তুঁত পাতা প্রয়োগ করেন এবং দেখতে পান সেই ইঁদুর গুলোর রক্তশর্করার মাত্রা কমে গেছে।
তিনি প্রমাণ করেন , তুঁত পাতার ইথাইল এসিটেট এবং এন - বিউটানল ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ।
2. যব : বিজ্ঞানী শুল্কা ১৯৯১ সালে প্রমাণ করেন যে, যব ইনসুলিন এর সক্রিয়তা বাড়ায়। যবের ছাতু ডায়াবেটিস রোগীরদের জন্য একটা চমৎকার পথ্য ।
3. ভুট্রা : অনেক প্রাচিনকাল থেকেই ভুট্রার ডাঁটা ( পুষ্পদন্ড) ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে আসছে। ফার্মাকোলজিক্যাল পরীক্ষায় রক্তের শর্কর বিপাকে কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
4. লিচু : লিচু বিচি চূর্ণের জলীয় নির্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর একটি ঔষধ। ১৯৯৭ সালে বিজ্ঞানী কুয়াং লিচু বিচির কার্যকারিতাকে glibenclamide ও phenfornmin এর সমতুল্য বলে প্রমাণ করেন।
বর্তমানে চীন দেশের ক্লিনিকগুলোতে গর্ভবতী ডায়াবেটিক মায়েদের লিচু বিচি থেকে তৈরি ট্যাবলেট দেয়া হচ্ছে। ১ চামচ লিচু বিচি পাউডার একটু কাঁচা হলুদসহ আপনিও খেতে পারেন ।
5. ডালিম : চীন দেশে ডালিমের ছাল ডায়াবেটিসের ঔষধ হিসাবে পরিচিত। ভারতের ইউনানী চিকিৎসকগণ ডালিম ফুল ব্যবহার করেন।
6. পিয়াজ : সাধারনত সবজি ও মসলা হিসাবে পিয়াজ ব্যবহার করা হয়। এর আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য। শর্করা বিপাক বাড়িযে রক্তের শর্করা মাত্রা কমায়। রক্তের কোলেস্টেরল কমায়।
7. মাশরুম : মাশরুম ডায়াবেটিস রোগীর জন্য উপকারী পথ্য । এতে বিদ্যমান পলিস্যাকারাইড উপাদানটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।
8. মেথী : হাজার বছর ধরে মেথিকে মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রক ঔষধ হিসাবে জেনে আসছে। এটি শরীরের বাড়তি কোলেস্টরল কমায়।
9. নয়নতার : নয়নতারা পাতার নির্যস খেলে সরাসরি রক্তশর্করা কমে যায়। সম্প্রতি পূর্ব এশিয়া এবং আফ্রিার দক্ষিণাঞ্চলীয় দেশসমুহের হাসপাতালগুলোতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন এর পরিবর্তে এ গাছ থেকে তৈরি ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
10. পদ্মফুল : চীনদেশে ডায়াবেটিস এর লোকজ চিকিৎসায় পদ্মের শেকর ব্যবহার হয়। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ এই বিষয়ে সত্যতা খুঁজে পেয়েছে। বিজ্ঞানী মুখার্জি ও তার সহযোগী গবেষকবৃন্দ ১৯৯৭ সালে গ্লুকোজ খাওয়ানো ইঁদুরের উপর এক গবেষণাকর্ম পরিচালনা করেন। তিনি পর্যবেক্ষণ করেন যে, পদ্ম শেকড় খাওয়ালে ডায়াবেটিক ইঁদুরের রক্তশর্কর বেশ কমে যায়।
5. ডালিম : চীন দেশে ডালিমের ছাল ডায়াবেটিসের ঔষধ হিসাবে পরিচিত। ভারতের ইউনানী চিকিৎসকগণ ডালিম ফুল ব্যবহার করেন।
6. পিয়াজ : সাধারনত সবজি ও মসলা হিসাবে পিয়াজ ব্যবহার করা হয়। এর আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য। শর্করা বিপাক বাড়িযে রক্তের শর্করা মাত্রা কমায়। রক্তের কোলেস্টেরল কমায়।
7. মাশরুম : মাশরুম ডায়াবেটিস রোগীর জন্য উপকারী পথ্য । এতে বিদ্যমান পলিস্যাকারাইড উপাদানটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।
8. মেথী : হাজার বছর ধরে মেথিকে মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রক ঔষধ হিসাবে জেনে আসছে। এটি শরীরের বাড়তি কোলেস্টরল কমায়।
9. নয়নতার : নয়নতারা পাতার নির্যস খেলে সরাসরি রক্তশর্করা কমে যায়। সম্প্রতি পূর্ব এশিয়া এবং আফ্রিার দক্ষিণাঞ্চলীয় দেশসমুহের হাসপাতালগুলোতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন এর পরিবর্তে এ গাছ থেকে তৈরি ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
10. পদ্মফুল : চীনদেশে ডায়াবেটিস এর লোকজ চিকিৎসায় পদ্মের শেকর ব্যবহার হয়। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ এই বিষয়ে সত্যতা খুঁজে পেয়েছে। বিজ্ঞানী মুখার্জি ও তার সহযোগী গবেষকবৃন্দ ১৯৯৭ সালে গ্লুকোজ খাওয়ানো ইঁদুরের উপর এক গবেষণাকর্ম পরিচালনা করেন। তিনি পর্যবেক্ষণ করেন যে, পদ্ম শেকড় খাওয়ালে ডায়াবেটিক ইঁদুরের রক্তশর্কর বেশ কমে যায়।
MGM, Inc. and MGM Resorts, Inc.
ReplyDeleteThe 김포 출장마사지 Casino Floor is located 성남 출장안마 right on the edge of the casino floor, directly across from the MGM Grand Casino & Resort. 전주 출장마사지 MGM Grand Hotel And Casino 경산 출장마사지 & 김해 출장마사지 Resort: Gold Strike.